ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভোলার ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ ০৬:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ ০৬:১৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হয়েছে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। আজ শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়েছে। আমাদের টিকার কর্মসূচি সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে।

মন্ত্রী আরো বলেন, এতে করে আমাদের সংক্রমণ রোগ-বালাই কমে গেছে এবং দেশে গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি আমরা।

উদ্বোধন উপলক্ষে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জেন কেএম শফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপতালের নতুন ৭ তলা ভবনটিতে লিফট, সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস, মেডিক্যাল গ্যাস সিস্টেম, সিসি ক্যামেরাসহ রয়েছে চিকিৎসা সেবার সব রকমের আধুনিক সুবিধা। হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ায় জেলার ২০ লক্ষ মানুষের চিকিৎসা সেবায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে মনে করছেন ভোলাবাসী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত বিভাগের অধিনে ২০১৩ সালে ৪৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ২০ হাজার বর্গফুটের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৭ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালের জুলাই মাসে নির্মাণ কাজ শেষে ভবনটি স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: