ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আল আমিন | প্রকাশিত: ২২ মার্চ ২০২২ ০৫:২৭

আল আমিন
প্রকাশিত: ২২ মার্চ ২০২২ ০৫:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: ৪ হাজার ইয়াবাসহ এনায়েদ উল্লাহ (১৯) নামে এক যুবককে আটক করেছে কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক এনায়েদ উল্লাহ জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বি/৯-এর বাসিন্দা আবুল বাশারের ছেলে।

তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন।

মো. বিল্লাল উদ্দিন জানান, সোমবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী জাদিমুড়া বাজারস্থ টেকনাফ-কক্সবাজারগামী রাস্তার ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে এনায়েদ শাহ প্রকাশ এনায়েদ উল্লাহকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক যুবকের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: