ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সড়কে প্রাণ দিলেন পিতা-পুত্র

আল আমিন | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২২

আল আমিন
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২২

সড়ক দুর্ঘটনা: ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর কাটাখালিতে পিকআপ উল্টে খাদে পড়ে পিতা-পুত্র নিহত হয়েছেন। রবিবার ভোররাত সাড়ে তিনটার দিকে কাটাকাখি থানাধীন মুসলিমের মোড় সংলগ্ন নুরুস সুন্নাহ মাদ্রাসা এলাকা এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- নওগাঁ জেলার পত্মীতলা উপঝেলার কাঞ্চন গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে মো. বারিক হোসেন ও একই গ্রামের মো. বারিক হোসেনের ছেলে মো. রিমন হোসেন (১৬)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, শনিবার রাতে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ (রাজ মেট্রো ন-১১-০২৫৫) রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। এই ঘটনায় কাটাখালী থানায় একটি অপমৃত্যৃর (ইউডি) মামলা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: