
ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাশপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছেন।
রবিবার (২৭ নভেম্বর) সকালে সদরের দাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবা মাসুদুর রহমান, মা হালিমা বেগম ও মেয়ে মেহেরুন নেছা। তারা সদর উপজেলার হরিহরপুর রোড কলেজপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, মেহেরুন রহিমানপুরের মাদ্রাসাতুল হুদায় আষ্টম শ্রেণিতে পড়ত। সকালে বাবা-মা তাকে মোটরসাইকেলে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। তখন এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: