ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৩:৫৪

আল আমিন
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৩:৫৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ভাড়া বাসায় মেজবা উল জারিফ অর্ঘ্য (৩২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) উপজেলার বাগাতিপাড়া এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জারিফ উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)র এল.এল.বি ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জারিফ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকেরের ছেলে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগাতিপাড়ার ওই বাসার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: