ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ০৫:০২

আল আমিন
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ০৫:০২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে বসতঘর থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে আত্মহননের এই ঘটনা ঘটে থাকতে পারে।লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে নগরীর পাঠানটুলাস্থ পল্লবী আবাসিক এলাকার সি-২৫ নং বাসার দু'টি কক্ষ থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়। তাদের দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

মারা যাওয়া দম্পত্তি হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপা দাস ও একই গ্রামের রুকুনি তালুকাদেরর ছেলে রিপন তালুকদার। তারা পল্লবী আবাসিক এলাকার ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রতিবেশী জানায়, রবিবার সকাল ৯টার দিকে বাসার ভেতর শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে ৯৯৯ এ ফোন দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের দুটি কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে লিখা ছিল, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’ কিন্তু এই চিরকুটটি রিপন নাকি শিপা লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আর কোনো ‘পাপের’ কথা এখানে লিখা হয়েছে, তা নিয়েও ধোঁয়াশায় আছে তারা।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, ‘সকাল ১১টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।’


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: