ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ০০:২০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ০০:২০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। আহতদের নিকটবর্তী ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আমি মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানাবো।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, সিএনজিটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিলো। ঠিক এই মুহূর্তে চট্টগ্রামমূখী একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজির চালকসহ ৫ জন যাত্রী সড়কে ছিটকে পড়ে। আমরা যারা উপস্থিত ছিলাম দেখেছি ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। হাসপাতালে আরো দুজন নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: