ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাস, লঞ্চের পর এবার নৌকা চলাচলও বন্ধ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ১৬:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ১৬:১২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : খুলনায় বিএনপির সমাবেশকে সামনে রেখে ভাড়া বৃদ্ধির দাবিতে আজ শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে রূপসা ঘাট ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৯টা হতেই যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ঘাটমাঝি সংঘ। রাজনৈতিক চাপে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে ঘাট পারাপারের সাধারণ মানুষ।

রূপসা ঘাট দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মানুষ পারাপার হয়ে থাকে। হঠাৎ ঘাট পারাপার বন্ধ হয়ে যাওয়ায় পারাপারের এসব মানুষ বেজায় দুর্ভোগে পড়েছে। বিশেষ করে রোগী নিয়ে পারাপারে সাধারণ মানুষ সব থেকে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে।

এর আগে মাঝি সংঘের সভাপতি মো. রেজা ব্যাপারী গণমাধ্যমকে বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সকল পরিবহনের ভাড়া বেড়েছে। এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। অথচ নানা প্রতিকূলতার কারণে রূপসা ঘাটের ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ভাড়া বাড়েনি। তাই আমার যাত্রী প্রতি এক টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে ২২ অক্টোবর ২৪ ঘণ্টার জন্য ঘাট পারাপার বন্ধের ঘোষণা দিয়েছি।

এদিকে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৪৮ ঘণ্টার বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন নেতা-কর্মীরা। ফলে বিভিন্ন কৌশলে খুলনায় প্রবেশ করছেন তারা।

শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ট্রেন ও ট্রলারে করে খুলনায় এসেছেন নেতা-কর্মীরা।

দলীয় নেতা-কর্মীরা জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর থেকে তারা ট্রেনে খুলনায় আসছেন। নড়াইল, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা এলাকার নেতা-কর্মীরা ট্রলার, ইজিবাইকসহ নানা কৌশলে খুলনায় প্রবেশ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: