ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সীমান্তে হাতির পায়ের নীচে পড়ে বিজিবি সদস্যের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ১৬:১৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ১৬:১৬

ছবি : সংগৃহীত

বান্দরবান থেকে : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৫০) নামে বিজিবির এক নায়েক সুবেদার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া সীমান্তবর্তী এলাকায় ৪৯ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বিজিবির একটি টহল দল সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়ার ৪৯ নং সীমান্ত পিলার এলাকায় টহলে যায়। এ সময় জঙ্গল থেকে একটি বন্য হাতি ঐ টহল দলের ওপর আক্রমণ করলে হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে বিজিবির নায়েক সুবেদার আব্দুল মান্নান মারা যান। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: