ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০৩:৫৮

আল আমিন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০৩:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ বজ্রপাত হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মঙ্গলবার বিকেল ৩টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ১ জন।'

 

বিদেশ বার্ত্/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: