ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১৯:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ১৯:০৩

ছবি : সংগৃহীত

বান্দরবান থেকে : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুম্রু সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক যুবক। নিহত রোহিঙ্গার নাম ওমর ফারুক (১৭)। সে শূন্যরেখার ৩ নম্বর ব্লকের মো. আইয়ুবের ছেলে। আহত মো. সাহাবুল্লাহ (২৮) ১০ নম্বর ব্লকের আবুল হোসেনের ছেলে।

রবিবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা শিবিরের মাঝি আবদুর রহিম বলেন, ওমর ফারুক ও মো. আবদু ইয়্যা নামে দুই রোহিঙ্গা রবিবার সকালে তুমব্রুর মিয়ানমার সীমান্ত এলাকার পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে সে মারা যায়। আরেকজন প্রাণে রক্ষা পায়। পরে তার মাধ্যমে খবর পেয়ে ফারুকের মরদেহ উদ্ধার করে সীমান্তবর্তী একটি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে চোরাই গরু আনতে গিয়ে মর্টারশেল বিস্ফোরণে সীমান্তের হেডম্যান পাড়ার বাংলাদেশি যুবক অংঞাথাইন তঞ্চঙ্গ্যার (২৩) পা উড়ে যায়। আর সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত হন ইকবাল নামে এক রোহিঙ্গা। আহত হন আরো কয়েকজন।



আপনার মূল্যবান মতামত দিন: