ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রেললাইনে হাঁটতে গিয়ে কলেজছাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৫

ছবি : সংগৃহীত

রাজবাড়ী থেকে : রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রুটের পোরাদাহগামী লোকশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৃষ্টি রাজবাড়ী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার রুহুল আমিন ভূঁইয়ার মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দৃষ্টি রাজবাড়ী বাজারের ২ নম্বর রেলগেটের অদূরে লোকশেড এলাকার রেললাইনে দিয়ে হাটছিলেন। এ সময় গোয়ালন্দ ঘাট থেকে আসা পোড়াদাহগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়।

স্থানীয়রা ধারণা করছেন, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যান। বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: