ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইডেন কলেজ বন্ধ ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২১:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২১:২৯

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আগামী ১ অক্টোবর থেকে ইডেন মহিলা কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করারও নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে তা ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ারা নির্দেশ দিয়েছেন। একাধিক আবাসিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

আবাসিক শিক্ষার্থীরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হচ্ছে। ১ অক্টোবর থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। তাই ৩০ সেপ্টেম্বর থেকে হল ছাড়তে আবাসিক ছাত্রীদের নির্দেশ দেয়া হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত।

এসব ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: