ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০০:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০০:২৯

ফেসবুক: ফাইল ছবি

নিজস্ব প্রতিকেদক: গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন।

রবিবার (১৩ মার্চ) সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।ৎ

নিহত তিন কিশোর হলেন- নাঈম (১৮), ফারুক (২৬) ও রবিন (১৫)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রবিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা ও নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: