
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউপিতে বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কবাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর নিহতের হওয়ার ঘটনা ঘটে।
নিহত এই দুই শিশুরা হলেন- মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেনের আড়াই বছরের ছেলে ফারহান হোসেন ও একই এলাকার মোহাম্মদ নুর আলমের দুই বছরের মেয়ে নুসরাত আক্তার।
কামাল হোসেন বলেন, আমার ছেলেকে ও আমার ছোট চাচাতো বোন নুসরাতকে অনেক খোঁজাখুঁজি করার পর কুকুর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা বলেন, ‘শিশু দুইটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: