ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত

আল আমিন | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৭:১৫

আল আমিন
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৭:১৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: রংপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত তরুণের নাম দিবাকর মহন্ত (২৯)। দীবাকর মহন্ত পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শ্রী বিমল মহন্তের ছেলে।

আজ শনিবার দুপুরে দিকে রংপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলা মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মহন্ত পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ অফিসে (পিজিবি) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দীবাকর মহন্ত কয়লাখনি এলাকা থেকে পার্বতীপুর-রংপুর মহাসড়ক দিয়ে মধ্যপাড়া পাথরখনির দিকে যাচ্ছিলো। ওই সড়কে পার্বতীপুরের মহেশপুর দলদলিয়া নামক এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: