ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টঙ্গীবাড়ীতে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৮

আল আমিন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা রাজিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো- রবিউল হাসান সুলভ(১৬), সানজিদা আক্তার (৯) ও লামিম হোসেন (১২)। মৃত শিশুদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম ধামারন গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বিলের মধ্যে শাপলা তুলতে যায় ৪ কিশোর। এসময় বজ্রপাতে ৪ জনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: