ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল চলছে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৩০

ছবি : সংগৃহীত

রাঙামাটি থেকে : পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা দাবিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টা হরতাল চলছে।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে শুরু হয় সংগঠনটির হরতাল কার্যক্রম। তাই রাঙামাটি শহরের সব শপিংমল, দোকান, হাট বাজার একে বারে বন্ধ ছিল। বন্ধ ছিল বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। চলাচল করেনি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের অভ্যন্তরীণ সব যানবাহন। তবে অফিস আদালত খোলা থাকায় সাধারণ মানুষকে পায়ে হেটে যেতে দেখা গেছে তাদের গন্তব্যস্থলে। সবচেয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা।

অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার্থীদের পরীক্ষা থাকায় মারত্মক বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। যদিও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা কার্যক্রম চালানোর জন্য কলেজে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেটে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। তবে কঠোর অবস্থানে ছিল পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিতে দেখা গেছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে রাঙামাটিতে।



আপনার মূল্যবান মতামত দিন: