ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩০ ফুট দৈর্ঘ্যের তিমি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০০:৫৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০০:৫৩

ছবি : সংগৃহীত

কলাপাড়া (পটুয়াখালী) থেকে : এবার কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এর দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে জোয়ারের পানিতে অর্ধগলিত মৃত তিমিটি সৈকত সংলগ্ন ঝাউ বাগান পয়েন্টে এটি ভেসে আসে। এর পঁচা দুর্গন্ধে সৈকতের বাতাস দুর্গন্ধময় হয়ে উঠেছে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলনে, ‘সকালে সৈকতের তীরে একজন মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌছে বন বনবিভাগকে অবহিত করি। মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্ত ৬ ফুট । ধারণা করা হচ্ছে ১০/১৫ দিন আগে এটির মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে তিমিটির মৃত্যু হয়েছে তা এই মুর্হূতে বলা যাচ্ছে না।’

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে এইরকম আরও একটি তিমি ভেসে এসেছিলো। তবে ঠিক কি কারনে এসব তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছেনা। সৈকতে ভেসে আসা মৃত তিমি, ডলফিন ও কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি।

ওযার্ল্ড ফিসের কুয়াকাটা জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি একটি বেলিন প্রজাতির তিমি। বেলিন তিমির মধ্যে আবার ১৬টি প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন একটি মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ১৬ টির মধ্যে এটি কোন প্রজাতির ও মৃত্যুর কারণ জানতে আমরা এটির নমুনা সংগ্রহ করেছি। ইতিমধ্যে আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করেছি তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: