
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে পৌর শহরের বাংলা বাজার এলাকায় খালের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) রাত ৯ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোঃ আব্দুল্লাহ (৫) ও মোঃ ফাহিম (৩)। তারা বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আজিজ শিকদারের ছেলে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনেরা জানায়, সোমবার রাত সোয়া ৯ টার দিকে বাসার সামনের আঙ্গিনায় খেলতে ছিলো আব্দুল্লাহ ও ফাহিম। এক পর্যায়ে সবার অগোচরে পাসের খালের পানিতে পড়ে যায়। তাদেরকে স্রোতে ভাসিয়ে অনেক দুর নিয়ে যায়। এতে অনেক খোঁজাখুঁজির পরে রাত ১০ টার দিকে পানির মধ্যে থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: