
বরিশাল সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ভ্যানের চালক ও শিশুসহ তিনজন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বাবুগঞ্জের রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামের ফজলুল হক হাওলাদার (৬৯) ও পলি বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যমলী পরিবহন যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। অপরদিকে বাবুগঞ্জের মানিককাঠি থেকে একটি ভ্যান যাত্রী নিয়ে রহমতপরের উদ্দেশে ছেড়ে আসে।
পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর ইউনিয়নের ব্রিজের ঢালে বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন ভ্যানের চালকসহ তিনজন। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বাঢ়ী জানিয়েছেন, শ্যামলী পরিবহন একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে এখন পর্যন্ত ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
তিনি জানান, ভ্যান গাড়িকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। তাছাড়া দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: