
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগের রনি টাওয়ার এলাকায় বোনের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়েছেন মেহেদী হাসান (২০) নামে এক তরুণ। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান চাঁদপুরের মতলব থানার কাচিয়ারা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। রামপুরার মালিবাগের রনি টাওয়ার এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে তিনি বসবাস করতেন।
মেহেদীর বাবা আব্দুল কুদ্দুস বলেন, ছেলেটা (মেহেদী) আমার সঙ্গে কাঁচামালের ব্যবসা করতো। আজ বাসায় ওর বোনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজের রুমে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা বিষয়টি টের পাই। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: