ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কয়েল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৫

সেলিম সোহেল | প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ১৪:৪১

সেলিম সোহেল
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ১৪:৪১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে কয়েলের কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- মো. শাহিন মিয়া, মোহাম্মদ মাসুম উদ্দিন, মোহাম্মদ দীন ইসলাম, মোরশেদ শেখ ও আব্দুর রহমান।

দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা কারখানার আরেক কর্মী দুরন্ত ইসলাম শাওন বলেন, ‘আমরা বিকেলে যখন কাজে ব্যস্ত, তখন কয়েলের হিটার অনেক হিট হয়ে বিস্ফোরিত হয়। এর কাছাকাছি থাকা ৫ জন দগ্ধ হলে তাদের প্রথমে স্থানীয় আল সাপা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা পাঠানো হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গোড়াকান্দা জব্বার জুটমিল রোডের ওই কারখানায় শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়।

ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন জানান, কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এখনো কাজ চলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: