
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসে ট্রেনে তারা কাটা পড়ে। প্রাথমিক ভাবে জানা গেছে তারা স্থানীয় বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
রেলওয়ের লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, শুনেছি ট্রেনে কাটাপড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে দুই জনের মরদেহ পেয়েছি। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: