ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজীপুরে বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ১৯:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ১৯:৪০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ের পশ্চিম জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত ই খোদা বলেন, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে সোমবার (১৫ আগস্ট) সকাল আটটার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে রবিবার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় ও মাঝখানের একটি বগি উল্টে যায়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় আহত হন অন্তত ১২ জন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: