ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুষ্টিয়ার ভেড়ামারা পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ২০:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ২০:৪৩

ছবি : সংগৃহীত

ভেড়ামারা থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদেরকে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাহজদ্দীর ছেলে সাহাজুল (৩০)। অপর আরেক জন হলো মোঃ তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে আরো ৩ জন আহত হয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: