ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আল আমিন | প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৫:০৩

আল আমিন
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৫:০৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় বেকারি কারখানার পরিবেশক একরামুল হক (২৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক জেলার কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। সে ওই এলাকার জমজম বেকারির উৎপাদিত খাদ্যসামগ্রী ভ্যান গাড়িতে করে স্থানীয় দোকানে বিতরণ করতো।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেকারির উৎপাদিত পণ্য ভ্যান গাড়িতে করে মহাসড়ক ধরে মাওনার দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিক আপ ওই ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে একরামুলসহ ভ্যানগাড়ি ময়লার স্তুপে ঢুকে যায়। পরে ময়লার স্তুপ থেকে ময়লা সরিয়ে একরামুলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: