ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজীপুরের তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০৬:১৮

আল আমিন
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০৬:১৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে বাক প্রতিবন্ধী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন মোগরখাল এলাকাস্থিত ওই কেন্দ্রের তৃতীয় তলার টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মোছা. মিতু (২১), শ্রীপুর থানার ধর্ষণ ঘটনার ভিক্টিম। তার পিতা-মাতার নামসহ বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

কেন্দ্রের সুপার পারভিন আক্তার জানান, বুধবার ভোরে গাজীপুর গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাসের পাশে অবস্থিত মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলার টয়লেটে একটি রডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিতুর ঝুলন্ত লাশ দেখতে পায় কেন্দ্রের অন্য নিবাসীরা। তারা অফিসের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুর ঝুলন্ত লাশটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগেও মিতু একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। তবে কি কারণে মিতু ফাঁস নিয়ে এবার আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ইতোপূর্বে মিতু কোনবাড়ি শিশু (বালিকা) উন্নয়ন হেফাজত কেন্দ্রে ছিলেন। সেখান থেকে তাকে চলতি বছরের ১ মার্চ এ হেফাজত কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ভিক্টিম ছিলেন ওই মিতু। বুধবার সকালে টয়লেটের ভেতরে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, মিতু গাজীপুরের শ্রীপুর থানার ধর্ষণের ঘটনার একটি মামলার ভিক্টিম। মিতু একজন বাক প্রতিবন্ধী, কথা বলতে পাতেন না। ইশারা-ঈঙ্গিতে স্বজনদের সঙ্গে কথা বলতেন মিতু। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার লাশের ময়না তদন্ত করা হয়েছে। এসময় তার গলায় ফাঁস নেয়ার আলামত ছিল।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: