
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার অকটের মোড়ে এক মোটর সাইকেলচালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটর সাইকেলে নিজেই আগুন দিয়েছেন। মোটরসাইকেল চালক মোহাম্মদ আশিক আলী তার ব্যক্তিগত অ্যাপাচি আরটিআর বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেন।
সোমবার (৮ আগস্ট) দুপুরে দিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে কথা বলে ভিডিও’র ঘটনার সত্যতা পাওয়া গেছে।
ভিডিওচিত্রে দেখা যায়, ওই মোটরসাইকেল চালক ট্রাফিক সংক্রান্ত কোনও মামলার বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই প্রতিক্রিয়ার এক পর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। আশেপাশে থাকা লোকজন মোটরসাইকেলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে এতে ওই চালক বাধা দেন। তিনি আরো পেট্রোল ঢেলে দিলে মোটরসাইকেলটিতে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাইমুর রহমান জানান, ওই ক্ষুব্ধ ব্যক্তি নগরীর অকটের মোড়ে এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার কাগজপত্র দেখতে চান। কথাবার্তার এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের গাড়িতে আগুন লাগান
আপনার মূল্যবান মতামত দিন: