ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চাটমোহরে ট্রেনের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ২৩:২৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ২৩:২৩

ছবি : সংগৃহীত

রাজশাহী থেকে : রাজশাহী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহরে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকলিমা গুয়াখড়া রেলওয়ে স্টেশনের পাশে রেলের জায়গায় বসবাসকারী সিএনজি চালক আব্দুল মান্নানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকলিমা পাটকাঠি থেকে পাটের আঁশ ছড়ানোর জন্য বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে স্টেশনের পশ্চিমের মাঠে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি সামনে থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী বলেন, নিহত গৃহবধুদের তিন সন্তানের জননী ছিলেন। অসাধনতাবশত চলতে গিয়ে তার মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: