
কালীগঞ্জ (গাজীপুর) থেকে : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের ট্রালারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভয়ে রুপাই হোসেন (২১) নামের এক যুবক নদীতে লাফ দিয়ে নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বিকাল পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান মিলেনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া। এরআগে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রুপাই কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পেশায় তিনি একজন মাহেন্দ্র চালক ছিলেন।
ফায়ার সার্ভিস টিম লিডার মো. শামীম ভূঁইয়া জানান, ঘটনার পর নিখোঁজের খবর পেয়ে টঙ্গী থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান না পেয়ে ওইদিনের মত উদ্ধার কাজ শেষে করেন। এখানো স্থানীয় ও নিখোঁজের পরিবারের লোকজন শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের সন্ধানের চেষ্টা করছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কালীগঞ্জ পৌর এলাকার বাঘেরপাড়া গ্রাম থেকে একটি পিকনিকের ইঞ্জিন চালিত ট্রলার শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিল। ট্রলারটি দুপুরের উপজেলার সাওরাইদ এলাকায় বজ্রপাতের কবলে পড়ে।
ট্রলারের যাত্রীদের সাথে কথা বলে এএসআই আরো জানান, ট্রলারের একটু সামনে বজ্রপাত পড়ার কারণে অনেকেই ভয় পায়। এ সময় ট্রলারের পিছনে বসা রুপাই ভয়ে নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়।
আপনার মূল্যবান মতামত দিন: