ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ০৪:৩৮

আল আমিন
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ০৪:৩৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  দিনাজপুরের বীরগঞ্জে বাড়ীর পাশের এক পুকুরের পানিতে ডুবে আশিক রায় নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক।

মৃত শিশু আশিক রায়(৬) বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে প্রদীপ রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু আশিক বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে প্রথমে তার পড়নের জুতা ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে থেকে দুপুর ২টার দিকে শিশু আশিকের মরদেহ উদ্ধার করে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: