ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুড়িগ্রামে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০১:৫৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০১:৫৩

ফাইল ছবি

কুড়িগ্রাম খেকে : কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীর পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার ৩ ছেলে ও একটি মেয়ের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। মিনারা বেগম নিজেও দিনমজুরের কাজ করেন।

বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকালে ছিপ ছিপ বৃষ্টির মধ্যে প্রতিবেশী বাড়ীতে কাজের খোঁজে মিনারা বেগম বাড়ী থেকে বের হয়। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে বাড়ীর পাশে একটি খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: