ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০৪:৫০

আল আমিন
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০৪:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :  কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমিনুল ইসলাম (৩৫) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ঘটেছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আমিনুল ইসলাম (৩৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাইটটারী গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রচন্ড খরায় জমির বীজতলায় শনিবার রাতে সেচ দেয়ার কথা বলে আমিনুল প্রস্তুত হয়েছিলেন। পরে সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগে কাজ করতে ত্রুটি থাকায় ত্রুটি ঠিক করতে থাকেন। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগে তিনি মারা যান।

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: