ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দিনাজপুরে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আল আমিন | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০৫:৫১

আল আমিন
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০৫:৫১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :  দিনাজপুরে পৃথক ঘটনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার খানসামা উপজেলার আত্রাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত শিশুরা হলেন-জিতু (১২) ও ভোলানাথ রায় (১২)। জিতু খানসামার পানুয়াপাড়ার চাল ব্যবসায়ী মহুবারের নাতনি। সে নীলফামারী সদর উপজেলার ফকিরগঞ্জ এলাকার জুয়েলের মেয়ে। আর ভোলানাথ রায় চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া গ্রামের ভূপতি নাথ রায়ের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সায়েম জানান, নানা বাড়িতে বেড়াতে এসে বুধবার দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পশ্চিম পাশে আত্রাই নদীতে তিন মামাতো ভাই-বোন মিলে গোসল করতে নামে জিতু। একপর্যায়ে নদীর গভীরে তলিয়ে যায় সে। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় জনতা এগিয়ে আসে। একপর্যায়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এরপর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: