ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খাগড়াছড়িতে নদীতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ০৬:২২

আল আমিন
প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ০৬:২২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ গঞ্জপাড়ায় চেংগী নদীতে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নুর আলমের ৭ বছরের ছেলে মো. শামীম। তা দেখে শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাপ দেন দুই যুবক। কিন্তু তাদের মধ্যে একজন শিশু শামীমকে নিয়ে তীরে উঠতে পারলেও মো. আলমগীর (২৬) নামে এক ইট শ্রমিক পানিতে ডুবে মারা যায়।

স্থানীয়রা জানান, মো. আলমগীর সাতার জানতেন না। তার বাড়ি জেলা সদরের শালবন গ্রামে।

পরে স্থানীয় বাসিন্দারা দু’জনকেই উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: