ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে দিনমজুর নিহত

আল আমিন | প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৭:২৮

আল আমিন
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৭:২৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুর রউফ নয়ন (৩৮) নামে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে। বুধবার উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন। সে একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল ফোন বিক্রি করার জন্য নোয়াগ্রামে নয়নের বাড়িতে আসে। মোবাইল ফোন বিক্রির সময় প্রতিবেশী কালাম নামে এক যুবক তাকে বাধা দেয়। এই নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে বুধবার আবদুর রউফ নয়ন নিজ বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে আবুল কালাম ছুরি দিয়ে নয়নকে আঘাত করে পালিয়ে যায়। নয়নের চিৎকারে তার বোন আসমা আক্তারসহ স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুর রউফ নয়নের মা সবুরা বেগম বলেন, ‘আমার পুতে রাজমিস্ত্রির কাজ করতো। আমার ছেলের কোনো শক্র নেই। তুচ্ছ ঘটনায় আমার পুতেরে মাইরালাইছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, তার শরীরে ছুরির আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: