
নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে ২৪ ঘন্টায় ১৬ ঘন্টা লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে বিদ্যুৎ থাকছে মাত্র ৮ ঘন্টা।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সংযোগপ্রাপ্ত ৭০,৬০৯ জন গ্রাহকের সর্বোচ্চ চাহিদা সাড়ে ১৮ মেগাওয়াট। সেখানে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ৫ থেকে ৬ মেগাওয়াট।
লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান বলেন, উপজেলায় ৮টি ফিডারে পর্যায়ক্রমে দুই ঘন্টা লোডশেডিংয়ের পর এক ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। জাতীয় গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। সমস্যার সমাধান সম্পর্কে কোন কিছু বলা যাচ্ছে না।
এদিকে দেশের সবচেয়ে উষ্ণতম এই জনপদে তীব্র গরমে দুর্বিষহ দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। উপজেলার আড়বাবের আব্দুর রহিম, চংধুপইলের শহিদুল ইসলাম বলেন, ৩ দিন যাবত বিদ্যুৎ একদমই থাকছে না। ফলে রাতে গরমে ঘুম হচ্ছে না। সেই আগের মতো বলতে হবে, বিদ্যুৎ কখন গেল নয়, কখন এলো।
এসএসসি পরিক্ষার্থী খাদিকা আক্তার, ইয়াসির আরাফাত বলেন, গত কয়েক দিন ধরে দিনে রাতে লোডশেডিং চলছে। একবার বিদ্যুৎ গেলে কখন আসবে বলা যাচ্ছে না। এই ভ্যাপসা গরমে পড়াশুনা করা যাচ্ছে না।
আপনার মূল্যবান মতামত দিন: