
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আহাদ নামের ১২ বছর বয়সী এক শিশু মারা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়েছে।
রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল আহাদ (১২) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার নয়াপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। শিশুটি দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
জানা যায়, শিশুটির বাবা আনোয়ার হোসেন মাওনা চৌরাস্তার আনোয়ার হোসেন রতনের বাড়িতে ভাড়া থেকে পিকআপ চালাতো। রবিবার দুপুরে ভাড়া বাড়ির কক্ষে একটি চার্জার ফ্যান দ্বারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় শিশু আব্দুল আহাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুবেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: