
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রূপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস ও তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস প্রবীর বিশ্বাসের বড় ভাই সহস্রাইল বাজার ব্যবসায়ি সমীর বিশ্বাসের বাড়ি বেড়াতে ও বাজারে কিছু কেনাকাটা করতে আসে।
সেখান থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভ্যান যোগে নিহতরা বাড়ি ফেরার পথে কলিমাঝি শামসুল আলমের ইটভাটার সামনে পৌঁছালে ঢাকাগামী গরুবাহী ঘাতক ট্রাকটি ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মা-মেয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন গনমমাধ্যম কে জানান, ট্রাকের চাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার শেষে হাসপাতালে সুরতহালের কাজ চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি খুঁজতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: