ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতুতে নিষিদ্ধ, ফেরি দিয়ে পার হচ্ছে মোটরসাইকেল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২১:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২১:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও সোমবার (২৭ জুন) সকালে বাইকাররা সেতুর টোলপ্লাজা ঘিরে রাখে। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাইকারদের বুঝিয়ে একটি ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, সকালে কিছু মোটরসাইকেল আরোহী টোল প্লাজায় জড়ো হয়। এতে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে একটি ফেরিতে করে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়।

এর আগে রবিবার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় সেতু বিভাগ সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: