ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বেনাপোলে বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করল বিজিবি

আল আমিন | প্রকাশিত: ২৪ জুন ২০২২ ০০:৫২

আল আমিন
প্রকাশিত: ২৪ জুন ২০২২ ০০:৫২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্ত এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যার আনুমানিক দাম এক কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকার বাস টার্মিনালে বাসে অভিযান চালানো হয়। অভিযানে বাসের সিটের নিচ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ১০০ গ্রাম।

তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী কৌশলে পালিয়ে যান। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: