ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সলঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: স্কুলছাত্র আটক

আল আমিন | প্রকাশিত: ২০ জুন ২০২২ ০৪:১২

আল আমিন
প্রকাশিত: ২০ জুন ২০২২ ০৪:১২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের প্রলোভনে কিশোরী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আশিক এলাহী (১৭) নামে এক স্কুলছাত্রকে আটক করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে স্থানীয়রা আশিক এলাহীকে আটক করে থানায় সোপর্দ করে। অভিযুক্ত আশিক এলাহী সলঙ্গা থানার চৌবিলা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলেও স্থানীয় চৌবিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্কুলছাত্র আশিক এলাহী একই গ্রামের কিশোরী ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে কিশোরীর বাবা একাধিকবার আশিক এলাহীর পরিবারকে অবগত করে। কিন্তু আশিকের পরিবার কোনো গুরুত্ব দেয়নি। এ অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে আশিক এলাহী সুযোগ বুঝে ওই কিশোরীর বসতঘরে ঢুকে তাকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ছাত্রীর পরিবারের লোকজন ও স্থানীরা এসে কিশোরীকে উদ্ধার করে ও ধর্ষক আশিক এলাহীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে অভিযুক্ত আশিককে ওই মামলায় রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: