ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাঘারপাড়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৩১ মে ২০২২ ০২:২৮

আল আমিন
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০২:২৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা একটার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো— বাঘারপাড়া উপজেলার বাঘুটিয়া ইঊনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের হারুন মোল্লার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও শাহিদ মোল্লা ছেলে হোসাইন (৫)।

এলাকাবাসী জানিয়েছেন, ওই তিন শিশু সম্ভবত একসাঙ্গে গোসল করতে নেমেছিল পুকুরে। কিন্তু তাদের কেউই সাঁতার জানত না। ফলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার জানান, দুপুরে ওই এলাকার চার শিশু খেলতে খেলতে পাশের একটি পুকুরে নামে।এরমধ্যে তিনটি শিশু পুকুরে ডুবে হারিয়ে যায়। অপর শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অন্যদের জানায়। তখন স্থানীয়রা পুকুরে জাল ফেলে শিশু তিনটিকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আল আমিন জানান, তিনটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, পুকুরটি অনেক গভীর। সাঁতার না জানার কারণেই তাদের মৃত্যু হয়েছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: