
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারত থেকে বয়ে আসা ঢলের কারনে কয়েক হাজার বিঘা জমির ধান রয়েছে পানির নিচে। এলাকায় কৃষকদের মধ্যে পড়েছে হাহাকার। সব কিছু কেড়ে নিয়ে গেল এ ঢলের পানি। পাকা ধান কাটার পূর্ব মুহূর্তে এ ঢলের পানি কৃষকের স্বপ্ন ভেঙে দিয়েছে।
বুধবার (১৮ মে) খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন, রোকনপুরগঞ্জ ও জশৈল মৌজায় প্রায় ৩ হাজার বিঘা জমির ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে।
রোকনপুরগঞ্জের চাষী নাজমুল হুদা বলেন, ওই বিলে আমার তিন বিঘা জমি বোরো আবাদ করেছিলাম। ধানগুলো এবার ভালোই হয়েছিল। কিন্তু ভারত-বাংলাদেশের সাথে প্রবাহিত পূণর্ভবা নদী দিয়ে হঠাৎ করে পানির ঢল এসে মুহূর্তের মধ্যে সব জমির ধান তলিয়ে নিয়ে যায়। এতে করে কৃষকদের মধ্যে হাহাকার পড়ে গেছে।
ধানগর ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফুয়াদ আলী জানান, রাধানগর ইউপির তিনটি মৌজায় প্রায়ই ১৬৭০ হেক্টর জমিতে এবার বোরো চাষাবাদ হয়েছে। এখানে ৮-১০ হাজার বিঘা জমির মধ্যে প্রায় আড়াই-তিন হাজার বিঘা জমির ধান এখন পানির নিচে তলিয়ে গেছে।
ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভির আহমেদ সরকার সরেজমিনে পরিদর্শন করেছেন।
তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছি। পরবর্তীতে ক্ষতির পরিমাণ জানাতে পারবো।
আপনার মূল্যবান মতামত দিন: