ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জোড়া খুনে বগুড়ায় ৩ জনকে গ্রেফতার

আল আমিন | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৩:২৪

আল আমিন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৩:২৪

খুনের আসামী

নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় দুই নৈশ প্রহরীকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।এসময় হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার বগুড়া ডিবি পুলিশের একটি টিম গাজীপুর জেলাসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকার হোসাইন বিন মিল্লাত ওরফে নিনজা (৩৪)। সে মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজের পিকআপ চালক। অন্য দুজন হলেন সদরের বারুলী তালপট্টি এলাকার সুমন ব্যাপারী (২৭) ও মো. রাহাত মিয়া (২১)।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী রোববার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেন।

জেলা পুলিশ জানায়, পিকআপ চালক মিল্লাত ও তার সহকারীকে সঙ্গে নিয়ে মেসার্স মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজ থেকে বিভিন্ন সময়ে মালামাল চুরি করে বাহিরে বিক্রি করেন। নিহত দুই নৈশ প্রহরী তাদের চুরির বিষয়টি জেনে যান এবং এনিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ফলে দুই নৈশ প্রহরী মালিককে বিষয়টি জানিয়ে দিবে এমন আশঙ্কা থেকে তাদেরকে খুন করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজের সাবেক কর্মচারী সুমন ব্যাপারী জোড়া হত্যার কথা স্বীকার করেন।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার সরলপুরের জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের হাসু প্রমাণিকের ছেলে শামছুল হক। তারা গত বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন।

২৫ ফেব্রয়ারী শুক্রবার বিকাল ৩ টায় সদর থানাধীন ফুলবাড়ী বিসিক এলাকার মাছু মেটাল ইন্ডাষ্ট্রির পানির হাউজের ভিতরে নৈশপ্রহরী হান্নান এবং শামসুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: