ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চুলার আগুনে পুড়ে আপন ভাই-বোনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১১ মে ২০২২ ০২:৪১

আল আমিন
প্রকাশিত: ১১ মে ২০২২ ০২:৪১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলার আগুনে পুড়ে মারা গেছে দুই শিশু ভাই-বোন। বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া নোমান (৭) ও মাহি (৩) উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের সন্তান।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সেলিম উদ্দিন জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল মেসিয়ার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তার স্ত্রী গোলাপী বেলা ১২টার দিকে মাটির চুলায় দুপুরের খাবার রান্না শুরু করে। রান্না ঘরের সাথেই তাদের বসত ঘর। রান্না শুরু করে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশু বাচ্চাও পুড়ে মারা যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: