ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফেনীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১০ মে ২০২২ ০৭:২৮

আল আমিন
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৭:২৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  ফেনী শহরের ৯ নং ওয়ার্ডের শান্তিধারা আবাসিক এলাকায় একটি ভবনের নিচ তলা থেকে সূচনা আক্তার (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে সূচনার লাশ উদ্ধার করে পুলিশ।

সূচনার স্বামীর নাম জুনায়েদ ওরফে সাগর। সূচনা ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে দক্ষিণ বড়ইয়া গ্রামের মৃত আব্দুল করিম ও মাহমুদা আক্তারের মেয়ে।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাড়ির কেয়ার টেকার গিয়াস উদ্দিন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সোমবার বিকাল ৫ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এখনও থানায় কোন মামলা হয়নি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: