ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ২০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ মে ২০২২ ০২:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ মে ২০২২ ০২:০৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মে) বেলা ১১টায় দুর্ঘটনাটি ঘটে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস বেলা ১১টার দিকে ইমাদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পেছনে থাকা আরও দুইটি বাস এবং একটি প্রাইভেটকার সেগুলোতে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: