ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:১৮

আল আমিন
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৩:১৮

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে স্বামী -স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, রাজশাহীর বাগমারা থানার নিচুকাতিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) ও তার স্ত্রী সালমা আক্তার (১৮) দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে।

আকাশ ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন আর তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মাস আগে আকাশ ও সালমা প্রেম করে বিয়ে করে। তারা সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

শুক্রবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা তাদের ডাকতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায় নি।  ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: